ছাদ থেকে পড়ে দপ্তরির মৃত্যু
ফেনী প্রতিনিধি
ছাগলনাইয়ায় ছাদ থেকে পড়ে মোহাম্মদ শাকিল (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের দপ্তরির কাজ করতেন। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে স্কুল ভবনের ২য় তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। স্কুলের প্রধান শিক্ষক আবু আহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
নিহতের পিতা মো. ইলিয়াস সোহাগ বলেন, আমার ছেলে গত ২ বছর ধরে ছাগলনাইয়া ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ে মাস্টার রোলে দপ্তরি পদে কাজ করে আসছিল। আজ এমপিওভুক্ত হওয়ার জন্য আমার ছেলে স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার সকল কাগজপত্র জমা দিয়েছে। আজকেই সেই স্কুল ভবন থেকে পড়ে মৃত্যু হওয়ার বিষয়টি দুর্ঘটনা নাকি হত্যা, বিষয়টিতে আমরা এখনও নিশ্চিত নই।
দপ্তরির মৃত্যুর বিষয় স্কুলের প্রধান শিক্ষক আবু আহাম্মদ বলেন, স্কুলের পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিষয়টি দেখতে যায় নিহত দপ্তরি মোহাম্মদ শাকিল। দোতলা ভবনে থেকে হঠাৎ বিকট আওয়াজ শুনে আমি ও আমার সহকর্মীরা এসে দেখতে পাই সে স্কুল ভবনের সামনে নিচে পড়ে আছে। আমরা ধারণা করছি সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পা পিছলে নিচে পড়ে মৃত্যুবরণ করেছে। আমার ইতোমধ্যে স্কুল পরিচালনা কমিটির মৌখিক সিদ্ধান্ত মোতাবেক নিহত মোহাম্মদ শাকিলকে স্থায়ীভাবে দপ্তরি পদে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছিলাম।
ছাগলনাইয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দপ্তরির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থালে গিয়ে আমরা দেখি স্কুল ভবনের দোতালার পানির লাইন খোলা এবং পানির ট্যাংকির পাশে বৈদ্যুতিক তারও ছিল। মূলত ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ উদঘাটন হবে।