ছেলের ঘাতককে ক্ষমা করে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি বাবা

অনলাইন ডেস্ক
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির এলাকার বাসিন্দা মোহাম্মদ বিন সাগাহ প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিজের ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। ইসলাম ধর্মে হত্যার প্রতিশোধ হিসেবে ‘রক্তের অর্থ’ গ্রহণের বিধান থাকলেও তিনি এমন কোনো অর্থ নেননি। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং ইসলামের মহান শিক্ষা অনুসরণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবর অনুসারে, মোহাম্মদ বিন সাগাহ বলেছেন, ‘আমি আল্লাহর সন্তুষ্টির আশায় ঘাতককে ক্ষমা করেছি। আমি রক্তের অর্থ হিসেবে এক রিয়ালও নেব না।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত জনতা বিস্মিত এবং আবেগাপ্লুত হন।

ঘটনাটির সুনির্দিষ্ট তারিখ কিংবা তার ছেলের হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এই মহানুভবতার ঘটনা সৌদি আরবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদিতে হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে, যা ইসলামী মূল্যবোধের চমৎকার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। এর আগে এ বছরই আরেক সৌদি বাবা তার ছেলের হত্যাকারীকে মৃত্যুদণ্ডের ঠিক আগে ক্ষমা করে দেন, যা সেসময় ব্যাপক প্রশংসিত হয়েছিল।
ইসলাম ধর্মে ক্ষমাকে বিশেষ মহিমাময় গুণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনেও ক্ষমা প্রদর্শনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা সকল মুসলিমকে ক্ষমা প্রদর্শন করতে বলেছেন এবং এমনকি যারা মুসলিম নন, তাদেরও ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন।

মোহাম্মদ বিন সাগাহর এই কর্মকা‍ণ্ড ইসলামী শিক্ষার আলোকে ক্ষমার মহত্বকে আরও একবার তুলে ধরেছে। সূত্র : গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights