জনগণকে ধন্যবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি:
এবার ভোট দিতে না যাওয়া জনগণকে ধন্যবাদ জানিয়ে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের আদালত পাড়া ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির নেতারা।
এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু।
উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান বেল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী ও দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।