জনগণের জন্য ভ্যালু ফর মানি সেট করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
জনগণের জন্য ভ্যালু ফর মানি সেট করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার ডিসিসিআই আয়োজিত ‘প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সাময়িক সমাধান হিসেবে শিপ্লখাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে। এটি একটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‌‘উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেরয়া হবে না। যে কারণে ২০১০ সালের কালো আইন বাতিল করে দেওয়া হয়েছে।’

ফাওজুল কবির খান বলেন, ‘ভালো উদ্যোক্তা হলে টাকা হাতবদলের প্রয়োজন নেই। এমনিই বিদ্যুৎ ও জ্বালানিখাতে ব্যবসা করতে পারবে।’

আইপিপির পথে সরকার আর যাবে না জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার। প্ল্যান্ট থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা।’

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামনে যে প্রকল্পগুলো বাজারে আসবে, সেগুলোকে জমি দিয়ে দেওয়া হবে বলে জানান ফাওজুল কবির। তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ৫০ এবং আগামী বছরে ১০০টি গ্যাসকূপ অনুসন্ধান করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights