জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সিপাহী জনতার বিপ্লব মাইলফলক হয়ে থাকবে : প্রিন্স

স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা এবং দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, নব্বইয়ের স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ফ্যাসিবাদ পতনের ছাত্র-গণ বিপ্লবের চেতনা-আকাঙ্খা একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন।
প্রিন্স বলেন, আওয়ামী লীগ এবং আধিপত্যবাদী আগ্রাসী শক্তি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ভয় পায়। তাদের রাষ্ট্রঘাতী কর্মকাণ্ডের কারণেই পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব সাধিত হয়েছিল। ঠিক একই কারণে এ বছর ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পতন হয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে আওয়ামী লীগের কায়েম করা ফ্যাসিবাদের পরিবর্তে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে রাষ্ট্র কাঠামোতে যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছিল।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সূচিত সেসব সংস্কারের সুফল জাতি পাচ্ছে। একদলীয় বাকশালি শাসনের পরিবর্তে বহুদলীয় রাজনীতি ও গণতন্ত্র, নিয়ন্ত্রিত অর্থনীতির পরিবর্তে মুক্তবাজার অর্থনীতি, সংবাদপত্র ও সংগঠন করার স্বাধীনতা, আইনের শাসন, স্বাধীন পররাষ্ট্রনীতি ৭ নভেম্বরের বিপ্লবের অবদান।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবের পর পালিয়ে ভারতে আশ্র‍য় নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা আবার ষড়যন্ত্র করছে। তিনি ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আহ্বান।

সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে গণমিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে গণমিছিলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights