জবিতে চতুর্থ দিনের মতো ‌‘কমপ্লিট শাটডাউন’ পালিত

বিশ্ববিদ্যাল প্রতিবেদক

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
টানা চতুর্থ দিনের ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করলো আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। তবে চালু ছিল ডিন অফিস, রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরী, উন্মুক্ত লাইব্রেরি সহ ক্যাপিটোরিয়া।

সরেজমিন ঘুরে দেখা যায়, গত তিন দিনের তুলনায় আজ সপ্তাহের শেষ দিন হওয়ায় শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতির সংখ্যা ছিল বেশি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত চলাচলকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস সমূহ স্ব স্ব রুটের উদ্দেশ্যে ছেড়ে এসেছে।

আরও দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবন, রফিক ভবন, কলা ও বিজ্ঞান অনুষদের ভবন সহ বেশির ভাগ ভবনে পূর্বের ন্যায় তালা ঝুলছে। তবে কয়েকটি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল সহ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার থেকে তিন দফা দাবি আদায়ে লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights