জবিতে ছাত্রদলের ঝটিকা মিছিল, ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হরতাল সমর্থনে পুরান ঢাকায় ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ মিছিলটি হয়। এ সময় মিছিলটি দয়াগঞ্জ মোড়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়।

এদিকে, হরতাল প্রতিরোধে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রদান ফটকসহ কেন্দ্রীয় শহিদ মিনার ও ভাষা শহিদ রফিক ভবনের নিচে সতর্ক অবস্থান দেখা যায়।

ক্যাম্পাসে নেতাকর্মীদের সতর্ক অবস্থানের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় সকল অরাজকতা রুখে দিতে মাঠে রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত মাঠে থাকবে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি জুলকারনাইন, যুগ্ম সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুর রহমান আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান।

এ ছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহ সাংগঠনিক সম্পাদক মাবুব আলম, মামুন জামান, ইমন, ফয়সাল, মেহেদী, মনির, মাসফিক এবং সদস্য রায়হান, সানি ও নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights