জবিতে তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশবাসীর জন্য ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জন্য দোয়া করা হয়।

এ অনুষ্ঠানে সংগঠনের জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জবি শাখার সাবেক সভাপতি ইসরাফিল আলম রাফিল,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র,জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিব সহ জবি শাখার অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ ও লেখকগণ।

প্রসঙ্গত ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন ইত্যাদি করে থাকে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights