জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাগজানা ও মুহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জয়পুরহাট পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ব্যক্তিগত উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে তিনি বেজায় খুশি পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের আকলিমা বেওয়া সন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন কাঁথা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন তিনি। শীত মৌসুমে অনেক দুর্ভোগ তাকে পোহাতে হয়েছে। এখন থেকে কম্বল গায়ে দিয়ে তিনি আরামে ঘুমাতে পারবেন।