জয়ে ফিরল শেখ জামাল

অনলাইন ডেস্ক

পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

টানা ৭ ম্যাচে ড্র করার পর সবশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে পরাজয়ের মুখ দেখে রহমতগঞ্জ। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে ড্র করেছিল শেখ জামাল। রহমতগঞ্জকে হারিয়ে আবারও জয়ে ফিরল তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে দেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আরও মরিয়া হয়ে উঠে শেখ জামাল। তাতে বিরতির আগেই সমতায় ফেরে ক্লাবটি। ৪০তম মিনিটে গোলটি করেন হিগোর লিতে।

দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে উজবেক ডিফেন্ডার শখরুখবেক খোলমাতভের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ধরে রাখে সেই লিড।এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো তারা। ৭ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights