জানুয়ারী থেকে প্রান্তিক পোল্ট্রি মুরগীর খামার বন্ধ রাখার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চার দফা দাবিতে আগামী ১লা জানুয়ারি থেকে সারাদেশের প্রান্তিক পোল্ট্রি খামারীদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনের চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এ্যাসোসিয়েশনের বরিশাল জেলার কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সোমবার বরিশাল প্রেসক্লাবের নিচতলায় মাইনুল হাসান স্মৃতি মিলনায়তনে এ সভা হয়। সভায় চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক বলেন, গত চার বছর ধরে আন্দোলন করে ব্যর্থ হয়েছি। তাই এবার আগামী ১ জানুয়ারী থেকে খামার ব্যবস্থাপনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবো। কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইদুর রহমান সাইদী, সিনিয়র সহ-সাংগনিক সম্পাদক কাজী শরিফ উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বেপারী। সভা শেষে বরিশাল জেলার জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রভাত পান্ডে সভাপতি, মোজাম্মেল বেপারী সাধারণ সম্পাদক ও হাসিব গাজীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।