জাপানে নিষিদ্ধ হ্যারি পটারের রেপ্লিকা তলোয়ার!

অনলাইন ডেস্ক
এবার জাপানের বাজার থেকে তুলে নিতে হচ্ছে হ্যারি পটার চলচ্চিত্রের বিখ্যাত গডরিক গ্রিফিন্ডরের তলোয়ারের রেপ্লিকা সংস্করণ। কারণ, জাপানের কঠোর অস্ত্র আইন লঙ্ঘিত হওয়ায় তলোয়ারের রেপ্লিকা সংস্করণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও জাপান ২০২৩ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৮৬ সেন্টিমিটার দীর্ঘ তলোয়ারগুলো বাজারজাত করেছে। তবে সম্প্রতি নভেম্বর মাসে জাপানি কর্তৃপক্ষ জানায় যে, এই তলোয়ারগুলো এতটাই ধারালো যে এগুলো আসল তলোয়ার হিসেবে গণ্য হতে পারে। ফলে আইন অনুসারে এগুলো বিক্রি অবৈধ বলে বিবেচিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ হাজার ইয়েন মূল্যে ৩৫০টিরও বেশি রেপ্লিকা তলোয়ার বিক্রি হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্রেতাদের তলোয়ার ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং অর্থ-ফেরতের প্রতিশ্রুতি দিয়েছে।

জাপানে ৬ সেন্টিমিটার বা তার চেয়ে বড় ধারালো অস্ত্র বহন করা আইনত নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি, যেকোনো তীক্ষ্ণ তলোয়ার বিক্রি করতে হলে তা আগ্নেয়াস্ত্র ও তলোয়ার নিয়ন্ত্রণ আইনের আওতায় নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। তবে, যদি কোনো তলোয়ার প্রশিক্ষণ বা শোভা প্রদর্শনের জন্য তৈরি হয় এবং ধারালো না করা যায়, তাহলে নিবন্ধন প্রয়োজন হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights