জাবির সাত হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন প্রাধ্যক্ষরা হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলে ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী, শেখ রাসেল হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, শেখ হাসিনা হলে দর্শন বিভাগের অধ্যাপক তারেক চৌধুরী, ফজিলাতুন্নেছা হলে গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বীর প্রতীক তারামন বিবি হলে গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং প্রীতিলতা হলে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা। তাদের সবাইকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে।
এর আগে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপূর্বক দেশ ত্যাগ করার পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এসব হলের প্রাধ্যক্ষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights