জামালপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

জামালপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এছাড়াও জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন, জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ, ভাষা সৈনিক কয়েস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা আওয়ামী লীগ, জামালপুর জেলা প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights