জায়েদ খানকে নিয়ে যা বললেন সায়ন্তিকা

অনলাইন ডেস্ক
প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন টালিউড নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি হয়ে তিনি ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে কাজ শুরু করেছেন। জানা গেছে, একটি পারিবারিক গল্পের সিনেমা ‘ছায়াবাজ’। এতে সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না।

এদিকে, বাংলাদেশে পৌঁছে শুটিংয়ে যোগ দিয়ে উচ্ছ্বাস ও আনন্দের কথা জানিয়েছেন সায়ন্তিকা। আগে থেকে জায়েদ খানের সঙ্গে জানাশোনা ছিল না তার। বাংলাদেশে এসেই তার সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয়। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

কক্সবাজার শুটিং লোকেশন থেকে এক সংবাদমাধ্যামকে সায়ন্তিকা বলেন, ‘আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা ও আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।’

বাংলাদেশে আসা ও এখানকার ছবিতে কাজ করার বিষয়ে সায়ন্তিকা বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। এখন টানা শুটিং করছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights