জার্মানিতে ম্যাচের আগে ৫৯ পিএসজি সমর্থক আটক

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ঝামেলা এড়াতে তৎপর হয়েছে জার্মানির স্টুটগার্ট পুলিশ। ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ম্যাচের আগে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির ৫৯ সমর্থককে আটক করেছে তারা।

বুধবার রাতে লিগ পর্বের শেষ দিনে জার্মান ক্লাবটির মুখোমুখি হবে পিএসজি। দুই দলের সামনেই আছে শেষ ষোলোর প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ। সমান ১০ পয়েন্ট নিয়ে পিএসজি ২২তম ও স্টুটগার্ট ২৪তম স্থানে আছে।

জার্মান পুলিশ এক বিবৃতিতে জানায়, স্টুটগার্টে সংঘর্ষের পরিকল্পনার ব্যাপারে তারা সজাগ। গত মঙ্গলবার ফরাসি দলটির সমর্থকদের আটক করেছে তারা। বিচারকের মতামতের ভিত্তিতে মানুষের ভোগান্তি এড়াতে তাদের আটক রাখা হবে ম্যাচের পরদিন বৃহস্পতিবার পর্যন্ত।

তারা আরও জানায়, ‘নিবিড় তদন্তের পর ও প্যারিস পুলিশের সর্বাত্মক সহযোগিতার পর ফরাসি হুলিগানদের প্রধান ট্রেন স্টেশন এবং স্টুটগার্টের বিভিন্ন হোটেলে পাওয়া গেছে।’

স্থানীয় দল স্টুটগার্টের ৪৭ জন সমর্থককে উচ্চ-ঝুঁকির তালিকায় রেখেছে কর্তৃপক্ষ। তাদেরকে শহরের প্রাণকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights