জীবনের ঝুঁকি নিয়ে আইন-শৃংখলা রক্ষায় ঝাঁপিয়ে পড়েন পুলিশ সদস্যরা – হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা

শুভ সরকার,নড়াইল থেকে
জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেছেন, পুলিশ জনগনের
বন্ধু। প্রতিটি ক্রাইসিস মূহুর্তে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি
নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়েন। দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য
জীবন দিয়েছেন। আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। পুলিশের যে কোন ভালো কাজে
আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা পুলিশের আয়োজনে শনিবার বেলা
১২টায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ
চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ
আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত জেলার ২৪ জন
পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এর আগে পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ মেমোরিয়াল মনুমেন্টে নিহত পুলিশ
সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি। এ সময়
জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যানসহ পুলিশের উর্দ্ধতন
কর্মকর্তাগণ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি
প্রদানের আগে পুলিশের পক্ষ থেকে নিহত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গার্ড অব অনার
প্রদান করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights