জুলাই গণহত্যা : পুলিশের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে গণহত্যার মামলায় তিন পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রামপুরা এলাকায নির্মাণাধীন ভবনের কার্নিসে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখের আগেই তা দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights