জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা খুকৃবি নবনিযুক্ত উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুল আহসান।
বুধবার উপাচার্যের কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পর জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে আহত ছাত্র-জনতার আশু সুস্থতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রেজাউল ইসলাম।