ঝালকাঠিতে জলাবদ্ধতায় পঁচে গেছে রোপা আমন, বীজতলা

ঝালকাঠি প্রতিনিধি
বন্যা ও বিষখালী নদীর জোয়ারের পানিতে ঝালকাঠির শত শত একর জমির রোপা আমন, বীজতলা ও ফসলের ক্ষেত পানিতে ডুবে পঁচে যাচ্ছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতির আশংকায় মাথায় হাত তাদের।

গত ৭/৮ দিন ধরে অবিরাম ভারীবর্ষণ ও বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পাওয়ায় রোপা আমন, বীজতলা, পাকা আউশ ধান ও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

জেলার কাঠালিয়ার কচুয়া, বাশবুনিয়া, আনইলবুনিয়া, লতাবুনিয়া, পশ্চিম শৌলজালিয়া, মশাবুনিয়া, আমুরিবুনিয়া, রাজাপুরের বড়ইয়া, চল্লিশ কাহনিয়া, মানকি সুন্দর, নাপিতের হাট, বাদুরতলা বন্দর, নলছিটির বাড়ইকরন, সিকদার পাড়া, মল্লিকপুর, সারদল, সদরের পোনাবালিয়া, দেইড়িসহ জেলার অনেক গ্রামের অধিকাংশ রোপা আমন ও বীজতলা পচে গেছে। ফলে এ সকল এলাকার কৃষক পরিবারগুলো মারত্মক ক্ষতির সম্মুখিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, অনেক জায়গায় পানি জমে থাকায় বীজতলা, রোপা আমন ও সবজির ক্ষতি হয়েছে। ক্ষেতের পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights