ঝিনাইদহে জামায়াত ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে সদরের তিনজন, কোটচাঁদপুরে দুজন ও মহেশপুর উপজেলায় চারজন রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহেশপুর উপজেলা আমীর আব্দুল হাই, নায়েবে আমীর মো. ফকির আহম্মদ, মহেশপুর উপজেলা জামায়াত নেতা মাওলানা আলী আহম্মদ, জামায়াত সমর্থক আবু জাফর, সদরের কালীচরণপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমরান, ছাত্র শিবিরের সমর্থক বায়েজিদ, গান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমীর আব্দুস সামাদ, কোটচাঁদপুরে কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর মো. শাহ আলম ও কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীর মো. আল-আমীন মন্ডল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করছে। এরই পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।