ঝিনাইদহে ডা. রাশেদা সুলতানাকে বিএমএর সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বিএমএর আয়োজনে ডা. রাশেদা সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ জোহান ড্রিম ভ্যালি পার্কের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএমএর সভাপতি ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল-মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রোকন উদ্দীন মাহামুদ, জেলা বিএমএ সহ-সভাপতি ডা. নুর উন নবী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান, ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রারানী দেব নাথ ও জেলা বিএমএর সহ-সভাপতি ডাঃ সাজ্জাদ হাসান।