ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ার ট্রিলারের সংঘর্ষে ঘটনাস্থলেই পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত পল্লাদ মালি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে এবং সে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৮টার দিকে যাদবপুর বাজার থেকে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।