টঙ্গীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। চুরি, ছিনতাই, হামলা, স্কুলের মোড়ে মোড়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে তারা। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ এসব কিশোর গ্যাংদের কঠোর হস্তে দমন করতে না পারলে তাদের ভয়াবহতা আরো বেড়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকার কারণে কোনো অপরাধের তোয়াক্কাই করছেন না তারা। টঙ্গীর গোপালপুর, পাগাড়, আরিচপুর, বৌ-বাজার, দত্তপাড়া, টঙ্গীর শিলমুন, ঝুগি বাড়ির টেক, মরকুন টেক পাড়া, তিস্তার গেট, হাজি মাজার বস্তি, সান্দার পাড় বস্তি, এরশাদ নগর, নোয়াগাঁও, মাছিমপুর, মিল গেট, আমতলী, নিমতলী, মধুমিতা, আউচপাড়া, কলেজ গেট, গাজীপুরা সাতাইশ, মোল্লা বাড়ি ও মুদাফাসহ পুরো এলাকাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। মাঝখানে কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান চলছিল, তখন একটু শান্ত ছিল। এখন অভিযান না থাকায় আবার বেড়েছে তাদের উৎপাত।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলমের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights