টিকটক নিষিদ্ধের বিল পাসের সমালোচনায় চীন

অনলাইন ডেস্ক
চীন বৃহস্পতিবার একটি মার্কিন বিল অনুমোদনের সমালোচনা করেছে। বিল অনুসারে, টিকটক তার চীনা মূল সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।

চীন বলেছে, এটা ওয়াশিংটনের ‘দস্যু’ মানসিকতার বহিঃপ্রকাশ। বিদেশে তার সংস্থাগুলির স্বার্থ রক্ষায় বেইজিং ‘প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে’ বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

শর্ট-ভিডিওর জন্য বিশ্বব্যাপী টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তবে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানা – এবং বেইজিংয়ের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আজ্ঞাবহতা – পশ্চিমা রাজধানীগুলিতে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
বুধবার মার্কিন সংসদের নিম্ন কক্ষে (প্রতিনিধি পরিষদ) বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে একটি বিল অনুমোদন করেছে যা টিকটককে তার মূল সংস্থা থেকে বিচ্ছেদ করতে বা দেশব্যাপী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে বাধ্য করবে।

বিলটি এখনও সিনেটে পাস হয়নি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পরিষদে এটি আইনে পরিণত হওয়ার জন্য আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights