টেকনাফের গহীন পাহাড়ে হাতির মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ি এলাকায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ের গহীন অরণ্যে হাতিটির মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যায়। হাতিটির আনুমানিক বয়স ৭০ থেকে ৮০ বছর।
এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে মৃত্যুর আসল কারণ। মৃত হাতিটির পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে।

টেকনাফের হ্নীলার ইউপি সদস্য নুরুল হুদা বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। অবশেষে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারের জন্য কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights