টেকনাফে অস্ত্র-গুলিসহ যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ আতাহারুল হক (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ডিসেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দরগাহ পাড়া বটতলা থেকে তাকে আটক করা হয়।
আটক আতাহারুল হক হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোররাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা টমটম গাড়ি দেখে পুলিশ থামার সিগনাল দেয়। এসময় টমটমে থাকা যাত্রী তার কোমরে থাকা একটি বস্তু রাস্তায় ফেলে পালিয়ে যান। প্যাকেটটি উদ্ধার করে খুলে পাওয়া যায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। দেশীয় তৈরি একটি বন্দুক। এছাড়া ইজিবাইকে থাকা আতাহারুল হকের দেহ তল্লাশি করে ১০ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, অস্ত্র আইনে মামলা রুজু করে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।