টেকনাফে আগুনে পুড়ে বসতঘর ছাই
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় এক বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং আলীর ডেইল এলাকার মৌলানা আবুল আহমদের বসতঘরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ।
এদিকে ঘন্টা খানেক ধরে জ্বলতে থাকা আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া বসত ঘরের মালিক মৌলানা আবুল আহমদ বলেন, আমাদের টিনশেড ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। রাতের অগ্নিকান্ডের ঘটনায় পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা ও চার্জে দেওয়া একটি ইজিবাইক পর্যন্ত বের করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।
টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আরিফুজ্জামান জানান, দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে, আমাদের ২টা ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরে ৪-৫ টা রুম ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।