ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৩৯ মামলা
অনলাইন ডেস্ক
ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দুই হাজার ৪৩৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার দিনভর অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এছাড়া, অভিযানে ৫০টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।