ট্রাম্পের জয়ের পর কঠিন পরিস্থিতিতে ভাষণ দেবেন বাইডেন

অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে প্রস্তুত হচ্ছেন। আগামীকাল সকাল ১১টায় এই ভাষণটি হওয়ার কথা।

বাইডেনের জন্য এই ভাষণটি সহজ হবে না। তিনি গত জুলাই মাসে নিজের পুনঃনির্বাচনের প্রচার বন্ধ করে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন। তবে ট্রাম্পের কাছে হেরে যাওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হলো। উল্লেখ্য, ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হলেও তখন ক্ষমতা গ্রহণে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং পুনরায় ক্ষমতায় ফিরে বাইডেনের অনেক নীতি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেন ও ট্রাম্প গতকাল ফোনে কথা বলেছেন এবং প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে সেই বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights