ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুড়ি রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় ইরান উদ্দীন বিশ্বাস (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। বিকালে ইরান উদ্দীনের পরিচয় শনাক্ত করেন তার পরিবারের স্বজনেরা।
জানা গেছে, আজ রবিবার বেলা পৌনে ১২ টার দিকে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় মারা যায় ইরান উদ্দীন বিশ্বাস। বিকেলে তার পরিচয় শনাক্ত করেন নিহতের স্বজনেরা।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, নিহতের মরদেহ শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।