ট্রেনে আগুনে নিহত আরেক ব্যক্তির পরিচয় শনাক্ত
ঢামেক প্রতিনিধি
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত আরও এক মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম রশীদ ঢালী (৬০)।
মঙ্গলবার (১৯ডিসেম্বর) বিকেলে রশীদ ঢালির স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মৃতদেহ শনাক্ত করেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলিং ছাড়া মৃতদেহ হস্তান্তর করা হবে না।
হাসপাতালে মৃত রশীদের ভাতিজা বেলাল আহমেদ জানান, সোয়েটার, হাতের নখ, জুতা দেখে তার চাচার মৃতদেহ শনাক্ত করেছেন। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার উত্তর নাগরা গ্রামে। এলাকাতেই তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। নেত্রকোনা থেকে ট্রেনযোগে কমলাপুর আসছিলেন তিনি। দুপুরে জানা যায়, ট্রেনে আগুন লেগেছিল। পরে ঢাকা মেডিকেলে এসে মৃতদেহ শনাক্ত করা হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানিয়েছেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে। ময়না তদন্তের পর ডিএনএ প্রোফাইল এর নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ হস্তান্তর করা হবে।