ডাচদের বিপক্ষে ভারতের জয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার প্রথম পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ভারত। আর এতেই নিশ্চিত হয়েছে ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া ৮ দলের ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ।

বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার মিশন শেষে আজ সকালে দেশে পৌঁছেছে বাংলাদেশ। ৯ ম্যাচে সাত হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের জায়গা পাওয়া নির্ভর করছিল ভারত ও নেদারল্যান্ডস ম্যাচের উপর। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুতে আজ ডাচদের সামনে ইতিহাস রচনার হাতছানি ছিল। ভারতের বিপক্ষে জয় পেলে কিংবা ড্র হয়ে এক পয়েন্ট অর্জন করলেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে নেদারল্যান্ডস। তবে ভারতের জয়ের উপর নির্ভর করছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাগ্য। এমন সমীকরণের দিনে ডাচদের ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতল রোহিত শর্মার দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় দুই ভারতীয় ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যাটিং পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৯১ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেন ভারতীয় ব্যাটাররা। রাহুল ৬৪ বলে ১০২ রান করে আউট হলেও ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস।
শ্রেয়াস-রাহুলের শতরানের উপর ভরে করে পাহাড়সময় ৪১০ রান করে ভারত। ৪১১ রানের পাহাড়সময় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে ২৫০ রানে থামে নেদারল্যান্ডস। ফলে টানা ৯ জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল ভারত। সেই সঙ্গে এই জয়ে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত হয়েছে। আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপের শীর্ষ আট দল (পাকিস্তান সহ) চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের কোনো রকমে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলেও দাপুটে ক্রিকেট খেলেই প্রথমবার টিকেট পেয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ের বাইরেও তারা হারিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানকে।

বিশ্বকাপে স্রেফ দুই জয় পাওয়া শ্রীলঙ্কা এবার খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগের আট আসরের প্রতিটিতেই খেলেছে তারা। ২০০২ সালে ঘরের মাঠের আসরে তারা হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন। এবারই প্রথম তাদের খেলা হবে না এই টুর্নামেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights