ডামি নির্বাচন নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে : আ স ম রব

অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, ক্ষমতা নবায়নের কৌশল মাত্র। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন তামাশাপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক বিশ্বের কেউ মেনে নেবে না বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে।

বুধবার রাজধানীর উত্তরাস্ত বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

আ স ম রব অভিযোগ করে বলেন, শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া এবং পরাশক্তির হাতের খেলনায় পরিণত করার ভয়ঙ্কর রাজনীতি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে।
সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহারসহ অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই হবে সংকটের আশু সমাধান।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় রাজনৈতিক আমূল সংস্কার ছাড়া সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তবুও চরম রাজনৈতিক সহিংসতা, রক্তপাতের সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। ফলে এই ডামি নির্বাচন বর্জন করা প্রজাতন্ত্রের সকল নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights