ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগেও পূজার কারণে পেছানো হয়েছিল এ কর্মসূচি। এবার বিএনপির অবরোধ কর্মসূচির কারণে পেছাল।

ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনিবার্য কারণে ২ ও ৩ নভেম্বরের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে কবে তা অনুষ্ঠিত হবে, সে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।’
এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এবার দ্বিতীয় ধাপে অবশিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন তা পেছাল।

প্রায় আট বছর পর আবারো অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল রবিবার দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ টানা তিন দিনের এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

গত শনিবার বিএনপির সমাবেশে “হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদে” এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর তিন দিনের এই অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights