ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২ জন হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয় দিন ডেঙ্গুতে মৃত্যুহীন সময় কাটল।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৯৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪০ ও ঢাকার বাইরে ৬৪১ জন ভর্তি হন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।