ডেঙ্গু সচেতনতাসহ পরিবেশ রক্ষায় বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডেঙ্গু সচেতনতা ও পরিবেশ রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিশু-কিশোর সংগঠন শিশুস্বপ্ন। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শিশু স্বপ্নের সভাপতি চিত্র শিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শোয়েব তালুকদার ও ব্যবসায়ী মিজানুর রহমান মিজান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতীকী গাছ ও ডেঙ্গু প্রদর্শন করেন।

বক্তারা পরিবেশ বাঁচাতে বেশি করে গাছ লাগানো এবং ডেঙ্গু থেকে মুক্তি পেতে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ জমে থাকা পানি অপসারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights