ঢাবিতে ছাত্র অধিকারের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ২২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে দুই দফায় এই হামলা চালানো হয়। টিএসসি ও কেন্দ্রীয় মসজিদের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসির গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পথেই ছাত্র অধিকার পরিষদের গতিরোধ করা হয়। এসময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়, মারধর শুরু করে। এতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার, ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ ২২ জন আহত হন।

পরিষদের নেতাকর্মীরা জানান, আহতদের ৪ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ৩ জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি বলেন, রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights