ঢামেকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

ঢামেক প্রতিনিধি

একে একে পাঁচ সন্তানের জন্ম দিলেন সৌদি প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (২৬)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে থেকে বেলা ১১টার মধ্যে নরমালে জন্ম হয় তাদের। তত্ত্বাবধানে ছিলেন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের অভিজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমা হকের নেতৃত্বে একটি টিম।

তিনি বলেন, পাঁচ সন্তানের মধ্যে জন্মের সময় একজন কন্যা সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিন ছেলে, এক মেয়েকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটির মাকে অবজারভেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, রবিবার দিবাগত রাতে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় রুমা আক্তার। পরে সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ৯টা ৪০ মিনিটে প্রথম সন্তান নরমালে জন্ম হয়। পরে একে একে বাকি নবজাতক জন্ম নেয়। দীর্ঘ ৮ বছর পর এই প্রথম তার সন্তান জন্ম হয়।
চাদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের শহিদ মোল্লার স্ত্রী রুমা। তার বাবার নাম মৃত মফিজ শেখ।

বোন মাকসুদা বলেন, রুমার বিয়ের ৮ বছর হলেও তার কোনো সন্তান হচ্ছিল না। পরে কনসেপ্ট হওয়ার তিন মাস পর আমরা জানতে পারি। পরে আল্ট্রাসোনো করার পর জানতে পারি তার চার সন্তান। তার প্রবাসী স্বামী শহিদকে জানিয়ে তাকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আমাদের (বোনের) বাড়িতে নিয়ে আসি। এখানেই ছিল। রবিবার মধ্যরাতে তার প্রসব ব্যথা শুরু হয়। তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে এসে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারি তার গর্ভে পাঁচ সন্তান। তবে জন্মের সময় এক সন্তান মৃত অবস্থায় জন্ম হয়। চারজন এনআইসিইউতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, একজন প্রসূতি নারীর এক সাথে পাঁচ সন্তান জন্ম দেওয়া খুবই কষ্টকর। তবে আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের কারণে তা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সন্তানগুলো অপরিপক্ক হওয়ায় তৎক্ষণিক তাদের জন্য এনআইসিইউ প্রয়োজন হয়। আমরা দ্রুত ওই সন্তানদের জন্য তা ব্যবস্থা করেছি। তাদের জন্য যত সহযোগিতা দরকার, তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights