তবুও জাল অক্ষত রাখায় এগিয়ে ব্রাজিলের বেকার-এদেরসন
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ব্রাজিলকে রীতিমতো হতাশয়া ডুবিয়েছিলেন গোলরক্ষকরা। তবে জাতীয় দলে ব্যর্থ হলেও পরিসংখ্যানে ব্যর্থ নন ব্রাজিলিয়ান দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এদেরসন।
২০২২ সালে জাল অক্ষত রাখায় এ দু’জন ছিলেন শীর্ষে।
৬২ ম্যাচের ২৯টিতে কোনো গোলই হজম করেননি অ্যালিসন। যদিও লিভারপুলের এই গোলরক্ষক কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার করা পেনাল্টি শুটের একটি শটও ঠেকাতে পারেননি।
ম্যানচেস্টার সিটির মূল গোলরক্ষক এদেরসন ৪৮ ম্যাচে খেলে ২৪টিতে কোনো গোল হজম করেননি।
জাল অক্ষত রাখায় পরের নামটি রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর। ৪৪ ম্যাচে পোস্টের নিচের দাঁড়িয়ে ২২ ম্যাচে তিনি কোনো গোল হজম করেননি। আর বার্সেলোনার জার্মান গোলরক্ষক টের স্টেগেন ৫০ ম্যাচের ২১টিতে কোনো গোল খাননি।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনজ ৪৮ ম্যাচে ১৭ ম্যাচে জালে বল জড়াতে দেননি।