তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, যুদ্ধের দামামা
অনলাইন ডেস্ক
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন। আর এ নিয়ে বেজায় চটেছে চীন। এরপরেই তাইওয়ানের চারপাশে এমন মহড়া শুরু করল দেশটি। খবর সিএনএন এর।
এক বিবৃতিতে চীনের পিপল’স লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ানের চারপাশে তারা যৌথ নৌ ও আকাশ পথে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণে নেওয়া ও যুদ্ধের সক্ষমতা যাচাই করতে এ সামরিক মহড়া করছে চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াতে ইস্টার্ন কমান্ডের মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করার পরীক্ষা এটি। এ মহড়া তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি উপাদন এবং তাদের উস্কানির জন্য একটি কড়া সতর্কবার্তা।
চীনের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে, এ মহড়ায় চীনের সেনা, যুদ্ধবিমান এবং জাহাজ অংশ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রসজ্জিত জাহাজ, যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছে এবং তাইওয়ান ঘিরে মহড়া চালাচ্ছে।