‘তারেক জিয়া দুর্নীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স’
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘খালেদা জিয়ার আমলে শ্লোগান ছিল মা-পুতে মিল্লা, দেশটা লাইছে গিল্লা। সে সময় তারা শিক্ষার বিষয়ে কান দিতো না। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কথা বলতে চাই না। তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সারাদেশের মানুষ বলে তিনি দুর্নীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় পৃথিবীর সেরা বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করছেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও বিশ্বমানের শিক্ষাঙ্গন থেকে শিক্ষিত হয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।’
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ বই বিতরণ এবং বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু চত্বর উদ্বোধনকালে বাংলাদেশে গণতান্ত্রিক সূচকের অবনতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো মন্তব্য কিংবা পরিসংখ্যান আওয়ামী লীগ আমলে নিচ্ছে না। আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম আছে। প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হয়। এই করোনার মাঝেও সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে। তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের কথা বলে লাভ নেই। আমরা কোনো কিছুই আমলে নিচ্ছি না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি। এর বাইরে কে কি গবেষণায় বললো তা আমলে নেওয়ার বিষয় না।’
উজানচর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ওমর ফারুক বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৩’শ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ বইটি বিনামূল্যে বিতরণ করা হয়।