তিন বছরেই র্যাম্পে হাঁটল কপিল কন্যা
অনলাইন ডেস্ক
বয়স মাত্র তিন। তাতেই র্যাম্পে হেঁটে তাক লাগাল ভারতীয় কৌতুকশিল্পী ও বলিউড অভিনেতা কপিল শর্মার মেয়ে অনায়রা শর্মা।
কালো পোশাকে বাবার হাত ধরে ফ্যাশন র্যাম্পে হাঁটে অনায়রা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়।
দেখা যায় গুটি গুটি পায়ে বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছে অনায়রা। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন কপিল শর্মা। শুধু র্যাম্পে হেঁটেই ক্ষান্ত হয়নি অনায়রা। দর্শকদের দিকে উড়ো চুমুও ছুড়ে দেয় সে।
২০১৮ সালে চত্রথের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। ২০১৯ সালে যুগলের কোলে আসেন তাঁদের কন্যা অনায়রা। ২০২১ সালে জন্ম হয় অনায়রার ভাই তৃষাণের।