তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করা বন্ধ করুন
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বুধবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে অ্যান্টোনভ একথা বলেন। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করে আসছে রাশিয়া সবসময় তার বিরোধিতা করেছে।
মস্কো দাবি করছে, এই চর্চা বন্ধ হওয়া উচিত কিন্তু আমেরিকা অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নিজের আইন মতো চলতে চায়। আমরা কখনো এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হবো না বলেও তিনি উল্লেখ করেন।
অ্যান্টোনভ বলেন, রাশিয়ার কারাগারে বন্দি রুশ নাগরিকদের মুক্ত করা মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আমরা আটক এ সমস্ত ব্যক্তিকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য লড়াই করব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাবো। সূত্র : পার্সটুডে।