তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শনিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পুষ্পকলি শিশু সংগঠন ও বরিশালস্থ বরগুনাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পুষ্পকলি শিশু সংগঠনের সভাপতি শামিমা সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটার তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বক্তারা চান, শুধু গ্রেফতার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কন্টোলার একে আজাদ, মুনির হাওলাদার, মো. হাসান, মো. বেল্লালসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও বরিশালস্থ বরগুনা এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights