দক্ষিণ আফ্রিকাকে জিততে ৪৩ ওভারে করতে হবে ২৪৬ রান
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪৩ ওভারে। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে এই রান করে ডাচরা।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু হয়নি। পরে বৃষ্টি থামলে সাত ওভার কমিয়ে খেলা ৪৩ ওভার নির্ধারণ করা হয়।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২৪৫ রানের পুঁজি পায় দলটি।
নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই’র ২৯ আর আরিয়ান দত্ত খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।