দর্শকদের যা বললেন সাকিব
অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের কাছে শোচনীয় হারের পর সাকিব আল হাসানের দলের সবারই মোটামুটি ‘আমার বলার কিছু ছিল না’ দশা। তবুও কাপ্তানকে হাল ধরতে হয়, চরম বিপদেও মুখে টানতে হয় হাসির রেখা।
সাকিব আল হাসানও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ তাই হেসেছেন। আর সংবাদ সম্মেলন ছেড়ে উঠে যাওয়ার সময় বলেছেন, ‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে’!
দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারার বিষয়টি সাকিবও জানেন। তা এ বিষয়ক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমিও পারফর্ম করতে চাই।’ আর সেজন্য পথও খুঁজছেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিতে চান সাকিব।