দর্শনায় মিলল বোমা সদৃশ বস্তু
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে এবার চারটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। রবিবার যৌথবাহিনীর তল্লাশি অভিযান চলাকালে এগুলো পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার দুটি শক্তিশালী বোমার সন্ধান মেলে কেরু চত্বরে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা সেগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গত বৃহস্পতিবার ও শনিবার কেরু চত্বরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা পাওয়া যায়। এরপর রবিবার বেলা সাড়ে ১২টা থেকে কেরু আঙ্গিনায় তল্লাশী চালানো হয়। এ তল্লাশীতে অংশ নেয় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সমন্বয়ে যৌথবাহিনী। দুপুর ২টার দিকে কেরু চত্বরের পশ্চিমপাশের সীমানা পাঁচিল ঘেঁষে একসাথে চারটি লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে যৌথবাহিনীর সদস্যরা।
তিনি জানান, র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কেরুতে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, কেরু চত্বরে ধারাবাহিকভাবে বোমা পাওয়ার ঘটনায় এ চত্বরে বসবাসকারীতের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।