দিনাজপুরে কুষ্ঠরোগ বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি
“এখনই কাজ শুরু করি-কুষ্ঠরোগ নির্মূল করি”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করতে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে ব্যাপক গনসচেতনতা বৃদ্ধি কল্পে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে কুষ্ঠ রোগের চিকিৎসা বিনামূল্যে করা হলেও এর নিয়মিত চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং ধানজুড়ী কুষ্ঠা নিয়ন্ত্রন কেন্দ্র ও লেপ্রা বাংলাদেশের আর্থিক সহযোগিতায় গণমাধ্যম কর্মীদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ আনিচুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাইনুল হক। বিষয়ভিত্তিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন ডাঃ ফয়সাল আহম্মেদ রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের যক্ষা ও কুষ্ঠরোগ বিষয়ক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক ও ধানজুড়ী কুষ্ঠ নিয়ন্ত্রন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার অগাপিত টুডু।
মত বিনিময় সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভাল হয়েছের এমন কয়েকজন অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights