দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

দিনাজপুর প্রতিনিধি:

জমিতে আমন ধানের চারা রোপনের সময় বজ্রাপাতে বিধান চন্দ্র রায় (৩০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন উৎপল চন্দ্র রায় ও গোবিন্দ চন্দ্র রায় নামের আরো দুই কৃষি শ্রমিক।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামে ফসলি জমিতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত বিধান চন্দ্র রায় লক্ষ্মীপুর গ্রামের মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে এবং আহত উৎপল চন্দ্র রায় একই গ্রামের সচিন চন্দ্র রায়ের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। অপরজন গোবিন্দ চন্দ্র রায় একই গ্রামের বাসিন্দা। পেশায় তারা সবাই কৃষিশ্রমিক।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের জন্য নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক জানান, সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ১১ জনের একটি কৃষিশ্রমিক দল নিয়ে লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামের একটি ফসলি জমিতে আমন ধানের চারা রোপণের কাজে যোগ দেন। রোপণের সময় তিনি এবং তার ভাগ্নে বিধান চন্দ্র রায় পেছনের সারিতে ধান রোপণ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে উৎপল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায় দুজনেই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বিধান চন্দ্র রায়ের মৃত্যু হয় এবং আহত উৎপল চন্দ্র রায় ও আরেকজন গোবিন্দ চন্দ্র রায়কে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাকি কৃষিশ্রমিকরা অক্ষত অবস্থায় আছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এসময় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারকে ২৫ হাজার টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights